প্রতিবেদন : ফের মাঝ আকাশে বিভ্রাট। শুক্রবার বেঙ্গালুরু থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে রওনা হয়েছিল বেসরকারি সংস্থা গো ফার্স্টের একটি বিমান। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে বিমানের ইঞ্জিন আচমকাই খারাপ হয়ে যায়। কোনও ঝুঁকি না নিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। এটিসির অনুমতি মেলার পর কোয়েম্বাটুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। শেষ পর্যন্ত বিমানের ইঞ্জিন মেরামত হওয়ার পর বিকেল ৫টা নাগাদ মালের উদ্দেশে রওনা হয় বিমানটি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
আরও পড়ুন-বাড়ি ভাড়াতেও এবার গুনতে হবে জিএসটি
জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ ৯২ জন যাত্রীকে নিয়ে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে মালের উদ্দেশে রওনা দিয়েছিল গো ফার্স্ট সংস্থার একটি বিমান। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিপদ সঙ্কেত বাজতে শুরু করে। মাঝ আকাশে বিপদ সঙ্কেত বেজে ওঠায় যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। বেশ কয়েকজন যাত্রী ভয় ও আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেন। তবে পাইলট আশ্বাস দিয়ে জানান, চিন্তার কোনও কারণ নেই। অত্যাধিক গরমের কারণে ইঞ্জিনে গোলযোগ হয়েছে। তিনি পুরো বিষয়টি এটিসিকে জানিয়েছেন। এটিসির অনুমতি নিয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই কোয়েম্বাটুর বিমানবন্দরে বিমানটি নিয়ে জরুরি অবতরণ করেন পাইলট।
আরও পড়ুন-রাজ্যে রাজ্যে জাতীয় পতাকা কিনতে বাধ্য করছে বিজেপি
গো ফার্স্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরু থেকে ৩২০ বোয়িং মডেলের এয়ারবাসটি ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই ইঞ্জিন অত্যাধিক গরম হয়ে ওঠে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে কোয়েম্বাটুর বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করে। যাত্রীরা সকলেই নিরাপদ ও সুস্থ আছেন। যান্ত্রিক ত্রুটি সারানোর পর বিমানটি বিকেল ৫টা নাগাদ মালের উদ্দেশে রওনা হয়ে যায়।