প্রতিবেদন : রায়গঞ্জে প্রতিবাদের নামে তাণ্ডব করল বিজেপি। তাণ্ডবের উসকানি দেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরি। তাঁর নেতৃত্বেই শুক্রবার রীতিমতো রাস্তা ঘিরে রেখে জটলা তৈরি করেন বিজেপির সদস্যরা। বিপাকে পড়েন সাধারণ মানুষ। একপ্রকার স্তব্ধ হয়ে যায় যান-চলাচল। পরিস্থিতি সামাল দিতে গেলে পদ্মবাহিনী চড়াও হয় পুলিশের ওপর বলেও অভিযোগ।
আরও পড়ুন-মাঝ আকাশে বিভ্রাট, জরুরি অবতরণ মালেগামী বিমানের
বিজেপির এই তাণ্ডব ঘিরে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এদিন সকাল হতেই রায়গঞ্জের বিজেপির পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে এগিয়ে যাওয়ার সময় রাস্তায় পুলিশ সেই মিছিল আটকায় এবং অনুমতিপত্র দেখতে চায়। সেই সময় পুলিশের সঙ্গেই বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকেরা। মিছিলের নেতৃত্বে ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরি। তিনি পুলিশকে হুঁশিয়ারি দেন— এমনকী পুলিশের বাধা অমান্য করে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন।
আরও পড়ুন-বাড়ি ভাড়াতেও এবার গুনতে হবে জিএসটি
রায়গঞ্জ থানার পুলিশ ফের পথ আটকালে তাঁরা রাস্তার মাঝেই বসে পড়েন। এরপর তাঁদের সেখান থেকে সরানোর চেষ্টা করা হলে বিজেপির কর্মীরাই উলটে পুলিশের উপর চড়াও হলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। শান্ত পরিবেশকে অশান্ত করতে বিজেপির এই মিছিল-রাজনীতির তীব্র বিরোধিতা করেছে সাধারণ মানুষও।