প্রতিবেদন : পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট ‘ইডি সিবিআই উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো’ স্লোগান দিয়ে কলেজ গেটের কাছে প্রতিবাদ কর্মসূচি পালন করল। ছিলেন আবেদ আলি খান, তারাশঙ্কর পন্ডা, নিমাই দাস, নিতাই বারিক, শেখ সুরাজ প্রমুখ। এগরা সারদা শশিভূষণ কলেজে নেতৃত্বে ছিলেন উদয় পাল, পিকু জানা। পাঁশকুড়া বনমালী কলেজে নেতৃত্ব দেন ছাত্রনেতা আকরাম সিদ্দিকি। কর্মসূচি পালিত হয় নন্দীগ্রাম স্বর্ণময়ী যোগেন্দ্র নাথ মহাবিদ্যালয় ও সীতানন্দ কলেজ এবং ময়না কলেজে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ কর্মী-সমর্থকেরা শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান শহর সভাপতি চঞ্চলকুমার খাঁড়া। বিক্ষোভ-মিছিল হয় কোলাঘাট রবীন্দ্রভারতী মহাবিদ্যালয়ে।
আরও পড়ুন-রায়গঞ্জ পদ্ম-সাংসদের উসকানিতে অশান্তি
সিউড়ি দলীয় কার্যালয় থেকে মিছিল চৈতালি মোড়, মসজিদ মোড় হয়ে বাস স্ট্যান্ডে শেষ হয়। মিছিলে হাঁটেন শহর সভাপতি মহঃ সফি, পুরপ্রধান, উপপ্রধান ও যুব ও সমস্ত শাখা সংগঠন। বোলপুর রেল ময়দান থেকে শ্রীনিকেতন রোড হয়ে চৌরাস্তা মোড়ে পথসভা হয়। যুবনেতা সুদীপ্ত ঘোষ জানান, কালকেও মিছিল আছে। রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস ও রামপুরহাট এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় ধিক্কার মিছিল গোটা রামপুরহাট পরিক্রমা করে। মিছিল হাঁটেন ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য প্রমুখ। শেষে পাঁচমাথা মোড়ে পথসভা হয়।
আরও পড়ুন-মাঝ আকাশে বিভ্রাট, জরুরি অবতরণ মালেগামী বিমানের
সোনামুখী ব্লকের কোচডিহি পঞ্চায়েতে পথযাত্রা ও পথসভা হল। ছিলেন ব্লক তৃণমূল সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়, দিব্যেন্দু সেন, অতনু দুয়ারি, শঙ্কর দাস প্রমুখ। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ধিক্কার মিছিলে ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ভীষ্মদেব কর্মকার। আসানসোলে নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী।