স্বাধীনতার (Independence Day) ৭৫ বছর সম্পূর্ণ হল। স্বাধীন ভারত গণতন্ত্রের, প্রজাতন্ত্রের এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতায় আজও এক এবং অদ্বিতীয়। স্বাধীনতা লাভের মাহেন্দ্রক্ষণের সেই চিত্র যে ভোলার নয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বার বার উঠে এসেছে। ১৯৪৭ সালের ১৫ অগস্ট ব্রিটিশ শাসনের কবল থেকে নিজেকে স্বাধীন করেছিল ভারত। Mama।
আরও পড়ুন-ব্যক্তিস্বার্থে নয়, ভালবেসে দল করুন
এই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলের ছবি পরিবর্তন করে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন। তিনি লেখেন, ‘ভারত… যেখানে ভিন্নতা সত্ত্বেও বৈচিত্র্য বৃদ্ধি পায়। ভারত… যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। ভারত… যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার সমুন্নত থাকে। হ্যাঁ, এটাই আমাদের ভারত! আমরা কি এই সুন্দর বৈচিত্র্যময় দেশের গর্বিত মানুষ নই? আমাদের কাছে ভারত মানেই ঐক্য। কিন্তু, আমাদের ধারণা ভিন্ন। তাহলে আমার সহ ভারতীয়রা, এই মহান জাতি সম্পর্কে আপনার ধারণা কি?’
#NewProfilePic pic.twitter.com/mCqREvPfdr
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2022
INDIA… Where diversity THRIVES despite differences.
INDIA… Where people of varied cultures and religions peacefully COEXIST.
INDIA… Where democratic values and people’s rights are UPHELD.
Yes, this is our INDIA!
(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2022
Aren’t we all the proud people of this beautifully diverse land?
For us, INDIA means UNITY.
But, our ideas vary.
What then, my fellow Indians, is your idea for this great nation? #MyIdeaForIndiaAt75
(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2022