যোগীরাজ্যে জুলুমবাজি: পতাকা না কিনলে রেশন নয়

Must read

নয়াদিল্লি : জাতীয় পতাকার জন্য ৩০ টাকা দিতে পারেননি বলে রেশন দোকান থেকে খালি হাতে ফিরতে হয়েছে উপভোক্তাদের। ঘটনা বিজেপি শাসিত উত্তরপ্রদেশের (Uttar Pradesh- Flag)। হুমকি দিয়ে, জোর করে জাতীয় পতাকা কিনতে বাধ্য করছে যোগী প্রশাসন, অভিযোগ তুলছে বিরোধীরা। প্রশাসনের নির্দেশে উত্তরপ্রদেশের হাপুর জেলার শৌলানা গ্রামের স্থানীয় রেশন ডিলার জানিয়ে দিয়েছেন, প্রথমে জাতীয় পতাকার জন্য ৩০ টাকা দিলে তবেই রেশন দেওয়া হবে। যাঁরা এই টাকা দিতে পারেননি, তাঁদের ফেরানো হয়েছে খালি হাতেই। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামবৃদ্ধির ফলে ঘরের জরুরি জিনিস কিনতেই হিমশিম অবস্থা, তার উপর আর অতিরিক্ত খরচ করা সম্ভব নয়। তবু জুলুম অব্যাহত। স্থানীয় সংবাদমাধ্যমে এক রেশন ডিলার জানিয়েছেন, সরকারের উচ্চস্তর থেকে তাঁদের কাছে এই মর্মে নির্দেশ এসেছে। জাতীয় পতাকা কিনলে তবেই এই মাসের রেশন সামগ্রী দেওয়া হবে উপভোক্তাদের। একইভাবে সেই টাকা দিয়ে তাঁদেরও জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হয়েছে বলে দাবি রেশন ডিলারদের। এলাকাবাসীর বক্তব্য, গরিব মানুষ ৩০ টাকা দিয়ে সব্জি, তেল কিনবেন, পতাকা কেনা তো ঐচ্ছিক বিষয়, ফতোয়া জারি হবে কেন? তাঁদের প্রশ্ন, সরকার যদি সমস্ত ঘরে জাতীয় পতাকা তুলতে এতটাই আগ্রহী হয়, তাহলে বিনামূল্যে জাতীয় পতাকা (Uttar Pradesh- Flag) বিতরণ করা হচ্ছে না কেন? এই সমালোচনার মুখে চাপে পড়েছে প্রশাসন। জোর করে জাতীয় পতাকা কিনতে বাধ্য করা রেশন ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ করার চিন্তাভাবনা শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা খাদ্য ও সরবরাহ নিয়ন্ত্রক দফতর।

আরও পড়ুন: অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে: নাম না করে শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর

Latest article