১৯২৬ সালের ১৫ই আগস্ট তিনি তার মাতামহের বাড়ি কলকাতার কালীঘাটের ৪৩,মহিম হালদার স্ট্রীটের বাড়িতে জন্মগ্রহণ করেন সুকান্ত ভট্টাচার্য। এক নিম্নবিত্ত পরিবারে জন্ম হয়েছিল তাঁর।উনার পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত ঊনশিয়া গ্রামে। বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি অকৃতকার্য হন। এ সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে।
আরও পড়ুন-স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মম্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়াও অনেক কিছুর বিরুদ্ধে তিনি লিখতে শুরু করেন। ১৯৪৪ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। সেই বছর আকাল নামক একটি সংকলনগ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়। খুব অল্প বয়স থেকেই থেকেই সুকান্ত ভট্টাচার্য যুক্ত হয়েছিলেন সাম্যবাদী রাজনীতির সঙ্গে |
আরও পড়ুন-দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজ তাঁর জন্মদিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।