টোকিও, ৪ সেপ্টেম্বর : শনিবার প্যারা অলিম্পিকের আসরে ভারতকে জোড়া সোনার পদক উপহার দিলেন মনীশ নারওয়াল এবং প্রমোদ ভগত। এদিন ছেলেদের ৫০ মিটার পিস্তলে সোনা জিতেছেন তিনি। এই ইভেন্টে রুপো জিতেছেন আরও এক ভারতীয় শুটার সিংরাজ আদানা। প্রসঙ্গত, গত মঙ্গলবার ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন সিংরাজ।
আরও পড়ুন- কৃষি আইন বাতিলের দাবিতে আজ মহাপঞ্চায়েত
ফলে অবনি লেখারার পর সিংরাজ দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট যিনি প্যারা অলিম্পিকের একই আসর থেকে জোড়া পদক জয়ের গৌরব অর্জন করলেন।
এদিকে, প্যারা ব্যাডমিন্টনের এসএল ৩ বিভাগের সোনা জিতলেন প্রমোদ। তিনি ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে ২১-১৪, ২১-১৭ সরাসরি গেমে পরাস্ত করে চলতি প্যারা অলিম্পিকের ভারতকে চার নম্বর সোনার পদক উপহার দেন। প্রসঙ্গত, জাপানি প্রতিপক্ষ দাইসুকে ফুজিহারাকে ২১-১১, ২১-১৬ সরাসরি গেমে হারিয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন প্রমোদ। ফাইনালে ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাত্র ২১ মিনিটেই প্রথম গেম ছিনিয়ে নিয়েছিলেন প্রমোদ। এরপর দ্বিতীয় গেম ২৪ মিনিটে জিতে ম্যাচ পকেটে পুরে নেন।
আরও পড়ুন- আজ শিক্ষক দিবসে ত্রিপুরায় একাধিক কর্মসূচি তৃণমূলের
তবে দিনের প্রথম সোনা জিতেছিলেন মনীশ। জন্ম থেকেই তাঁর ডান হাত অকেজো। যদিও বাঁ হাতেই দেশকে সোনা উপহার দিলেন ১৯ বছরের এই তরুণ শুটার। এদিন মোট ২১৮.২ পয়েন্ট স্কোর করে নতুন প্যারা অলিম্পিক রেকর্ড গড়ে সোনা ছিনিয়ে নেন তিনি। অন্য দিকে, যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থাকা সিংরাজের মোট পয়েন্ট ২১৬.৭। তবে ফাইনাল রাউন্ডে তাঁকে টেক্কা দিয়ে সোনা জিতে নেন মনীশ। এই ইভেন্টে ব্রোঞ্জ পয়েছেন রাশিয়ার সের্জি মালিশেভ।