প্রতিবেদন : কুইন দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন ৯৫-এর কোঠায়। কোনও সমস্যা নেই। দিব্যি আছেন রানি। অথচ তাঁর সৎকারের ও শোক পালন পরিকল্পনা সেরে ফেলা হয়েছে। রাজ পরিবারের এমন এক গোপন নথি প্রকাশের খবর সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। গোপন তথ্য দাবি করে খবর প্রকাশ করেছে ‘পলিটিকো’ নামের এক মার্কিন সংবাদপত্র।
আরও পড়ুন- মনীশ ও প্রমোদের জোড়া সোনার পদক
ওই গোপন নথির নাম ‘অপারেশন লন্ডন ব্রিজ’, ওই প্রতিবেদনে বলা হয়েছে কীভাবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে তা ঠিক করে রাখা হয়েছে। তাঁর মৃত্যুদিনটি নাকি ‘ডি-ডে’ হিসাবেও উল্লেখ করা হয়েছে ওই নথিতে। পার্লামেন্ট হাউসেই তিনদিন রানির কফিন রাখা থাকবে। সেন্ট পলস ক্যাথিড্রালেই অন্তিম ক্রিয়াকলাপ সম্পন্ন হবে। সাধারণ মানুষও রানিকে শেষ দেখা দেখতে পারবেন। তাই বিশাল নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনাও করা হয়েছে। দেহ সমাধিস্থ করা হবে মৃত্যুর ১০ দিন পর। নতুন রাজা হবেন চার্লস। তবে বাকিংহাম প্যালেসের তরফে এই কথা অস্বীকার করা হয়েছে।