প্রতিবেদন : বিশ্বকে পোলিও মুক্ত করতে নিরন্তর চেষ্টা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রাষ্ট্রসংঘ। এই দুই আন্তর্জাতিক সংস্থার চেষ্টায় বিশ্বের অধিকাংশ দেশেই পোলিও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ব্যতিক্রম আফগানিস্তান আর পাকিস্তান। এই দুই দেশে পোলিও কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। টিকাকর্মীদের উপর সন্ত্রাসবাদী (Terrorist Attack in Pakistan) হামলাও হয়েছে পাকিস্তানে। স্থানীয় বাসিন্দাদের অন্ধবিশ্বাসের ফলে ইসলামাবাদ ও কাবুলে টিকাকরণ অভিযান চলছে শম্বুক গতিতে।
মঙ্গলবার সকালে খাইবার-পাখতুনখোয়া প্রদেশে পোলিওর টিকাকরণের জন্য গাড়ি করে যাচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা। জঙ্গিরা স্বাস্থ্যকর্মীদের সেই গাড়ির উপরেই হামলা চালাল। এই হামলায় (Terrorist Attack in Pakistan) টিকাকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী নিহত হয়েছেন। এপ্রিল মাস থেকে পাকিস্তানে পোলিওর ১৪টি নতুন কেস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা সকলেই পাক-আফগান সীমান্তের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দা।
আরও পড়ুন: চিনে সংখ্যালঘুদের দাসে পরিণত করা হয়েছে, অভিযোগ রাষ্ট্রসঙ্ঘের
মহম্মদ উমরান নামে এক স্থানীয় পুলিশকর্তা জানিয়েছেন, মঙ্গলবার গোমাল শহরে টিকাকর্মীদের গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। ওই আক্রমণে টিকাকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী প্রাণ হারান। মোটরবাইকে চেপে এসেছিল জঙ্গিরা। টিকাকর্মীদের গাড়িতে নির্বিচারে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এই হামলার তীব্র নিন্দা করেছেন খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মহম্মদ খান।