প্রতিবেদন : ফিটনেসের উপর তিনি যে জোর দেবেন, সেটা বাংলার কোচ হয়েই ঘোষণা করে দিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। এখন বাংলার প্র্যাকটিসে সেটাই করছেন তিনি।
বৃহস্পতিবার বাংলার ক্রিকেটারদের নিয়ে বুট ক্যাম্প ট্রেনিং (Boot Camp Training) করালেন লক্ষ্মী। তাতে দেখা গেল ক্রিকেটাররা টায়ার নিয়ে প্র্যাকটিস করছেন। আর সেই প্র্যাকটিস হল ইডেনের গ্যালারিতে। বৃষ্টি না হওয়ায় বঙ্গ কোচ ছেলেদের নিয়ে প্র্যাকটিসে নেমেছিলেন মাঠেও। সেখানে ছেলেদের ক্যাচ প্র্যাকটিস দিতে দেখা গেল কোচকে। লক্ষ্মী আগেই জানিয়েছেন, তিনি আট ঘন্টা ছেলেদের নিয়ে খাটতে রাজি। এই প্রস্তুতি তার সঙ্গে সামঞ্জস্য রেখে। এদিন লেগ ব্যালান্স ও শারীরিক সক্ষমতা বাড়ানোর ট্রেনিং (Boot Camp Training) হয়েছে। ব্যাটিং কোচ ডবলু ভি রমন দলের সঙ্গে প্রথম সেশন করে ফিরে গিয়েছেন। বাংলার নামিবিয়া সফরও বাতিল হয়েছে। সিএবি এখন নতুন করে প্রস্তুতি ম্যাচের খোঁজ করছে। সমস্যা হল, এই মুহূর্তে দেশের অনেক প্রান্তে বর্ষা হচ্ছে। ফলে কোথায় বৃষ্টি কম হতে পারে সেদিকে খোঁজ দেওয়া হচ্ছে। যা পরিস্থিতি ফের সেই দক্ষিণেই ম্যাচের জন্য যেতে হতে পারে অভিমন্যুদের।
আরও পড়ুন: আজ আসছেন লিমা, লাল-হলুদে হিমাংশুও