সংবাদদাতা, শিলিগুড়ি : ফের চারদিনের জন্য বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়কের উপর থাকা বালাসন সেতু। আজ ১৯ অগাস্ট থেকে ২২ অগাস্ট পযন্ত বন্ধ থাকবে। ইতিমধ্যে বালাসন সেতু মেরামতির কাজ শেষ করেছে পূর্ত দফতর। নতুন করে বালাসন সেতু খুলে যেতে চলেছে সাধারণ মানুষের জন্য।
আরও পড়ুন-আহত পথচারীকে হাসপাতালে নিয়ে গেলেন সোহম
গত বছর অক্টোবর মাসে লাগাতার বৃষ্টির কারণে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকার বালাসন সেতুর একটি পিলার কিছুটা অংশ বসে যাওয়ায় সেতু ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ই বালাসন সেতুর উপর বেইলি ব্রিজ তৈরি করে আপাতত হালকা এবং ছোট গাড়ি চলাচল করছিল। এই পিলার দুটি দিয়েই সেতুর ধসে যাওয়া অংশটিকে মেরামত করা হয়েছে। হাইওয়ে অথরিটির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শিশিরকুমার দেব বলেন, বেইলি ব্রিজের যন্ত্রাংশ খোলার জন্যই মূলত চার দিন সেতু বন্ধ রাখা হয়েছে।