অনুপম সাহা, দিনহাটা: পুজোর আগে দিনহাটা শহর যানজটমুক্ত রাখতে উদ্যোগ নিল মহকুমা প্রশাসন ও পুরসভা। বৃহস্পতিবার দিনহাটা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জনবহুল রাস্তা পরিদর্শন করেন দিনহাটা মহকুমা শাসক রেহেনা বশির এবং পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। শহরের পাঁচমাথা মোড়, সাহেবগঞ্জ রোড, গোসানি রোড, রংপুর রোড ও বলরামপুর রোডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এবং যানজট এড়াতে ফুটপাত সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন-খাদে গাড়ি, মৃত ২
করোনা আবহের কারণে গত দু’বছর দুর্গাপুজো সেভাবে আড়ম্বরপূর্ণ না হলেও এ বছর দিনহাটা মহকুমায় বেশ কয়েকটি পুজো কমিটির দুর্গাপুজো দেখতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমাবেন। সে কারণে আগেভাগে যানজট এড়াতে এদিনের এই পরিদর্শন বলে জানা গিয়েছে। দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী জানান, “যানজটমুক্ত রাখতে আজ পুরসভা ও মহাকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শন করা হল। কোথাও কোথাও রাস্তা সম্প্রসারণের কাজ খুব দ্রুত শুরু হবে। শহর যানজটমুক্ত রাখতে সমস্ত উদ্যোগ নেওয়া হবে।”