অসীম চট্টোপাধ্যায়, আসানসোল: আসানসোল পুরসভার একটি মাত্র ওয়ার্ডের উপনির্বাচন (Asansol By Poll), তবুও প্রায় উৎসবের মেজাজেই ভোট দিলেন সমস্ত ভোটার। সারাদিন মেঘ-রোদ্দুরের লুকোচুরির মধ্যেই ১৪টি বুথে আনাগোনা ছিল ৬ নম্বর ওয়ার্ডের ভোটারদের। দিনভরই বিজেপি-র তরফে নানা প্ররোচনা সৃষ্টির চেষ্টা চলেছে। কোথাও কোথাও তৃণমূল কর্মীদের সঙ্গে অযথা বচসাতেও জড়াতে দেখা যায় তাদের। সকালে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে একদল বিজেপি কর্মী-সমর্থক জামুড়িয়ার জে কে নগর এলাকায় উত্তজনার সৃষ্টি করলে পুলিশ তাদের এলাকা থেকে সরিয়ে দেয়। এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের অভিযোগ, লক্ষ্মণ দুর্গাপুরের বিধায়ক, এই কেন্দ্রে তিনি বহিরাগত। অথচ নিজে এসে এখানে উত্তেজনা সৃষ্টি করে মিডিয়ার সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন। পুলিশ প্রশাসন তৈরি থাকায় ওরা বড় ধরনের অশান্তি পাকাতে পারেনি। তবে প্রথম থেকেই এই ওয়ার্ডের নির্বাচনকে হাই ভোল্টেজ বলে চিহ্নিত করেছিল প্রশাসন। কারণ এখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরপ্রধান তথা বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়। তাঁকে আটকাতে একটা অলিখিত জোট গড়েছিল বিজেপি, সিপিএম ও কংগ্রেস। কিন্তু রবিবাসর বিরোধীদের খুঁজেই পাওয়া গেল না। এই ওয়ার্ডে ভোটার প্রায় ১০ হাজার। আসানসোলের (Asansol By Poll) নির্বাচনী দফতর জানিয়েছে, ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই। ভোট পড়েছে ৮২.৩৪ শতাংশ। উপনির্বাচনে যা রেকর্ডই বলা যায়।
আরও পড়ুন: বিরোধীদের অসভ্যতা রুখল পুলিশ-প্রশাসন