প্রতিবেদন : অমানবিকতা ও প্রশাসনিক ব্যর্থতার আরও এক ঘটনা সামনে এল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। আর সেই ছবি জনগণের সামনে তুলে ধরায় রুষ্ট প্রশাসনের কোপে তিন সাংবাদিক (Fir Against 3 Journalist in Madhya Pradesh)। যদিও মোদি জমানায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাংবাদিক নিগ্রহই এখন নয়া দস্তুর। সাংবাদিকদের হেনস্তা, মিথ্যা মামলা, দেশদ্রোহের অভিযোগে জেলে পুরে রাখার ঘটনা এখন বিজেপি শাসকদের দমনপীড়নের হাতিয়ার।
আরও পড়ুন: আফগানিস্তানে অপহৃত মার্কিন সাংবাদিক ও আফগান প্রযোজক
সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের দাবো শহরের কাছে লাহার অঞ্চলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জ্ঞানপ্রসাদ বিশ্বকর্মা নামে এক বৃদ্ধ। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করার প্রয়োজন ছিল। কিন্তু বারবার অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করেও স্থানীয় প্রশাসনের কোনও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত ওই বৃদ্ধকে ঠেলাগাড়িতে চাপিয়ে পাঁচ কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে যান তাঁর আত্মীয়রা। এই ভিডিওটি নিয়ে খবর প্রকাশ করায় মধ্যপ্রদেশের স্থানীয় তিন সাংবাদিকের (FIR Against 3 Journalist in Madhya Pradesh) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের হেনস্তা শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, দাবো শহরের কাছে লাহার অঞ্চলে অনিল শর্মা, কুঞ্জবিহারী কৌরব এবং এন কে ভাটলে নামের তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণা, বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করেছেন স্থানীয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক রাজীব কৌরব। স্থানীয় প্রশাসনের সাফাই, খবরটি সম্পূর্ণ মিথ্যে। অন্যদিকে ওই অসুস্থ বৃদ্ধের আত্মীয়দের দাবি, খবরটি সম্পূর্ণ সত্য। প্রশাসন আসল ঘটনা চাপতে চাইছে। একাধিকবার ফোন করেও তাঁরা অ্যাম্বুল্যান্স পাননি। সে কারণেই তাঁরা অসুস্থ বৃদ্ধকে ঠেলাগাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়েছেন। অসুস্থ বৃদ্ধের আত্মীয়রা জানিয়েছেন, তাঁরা খুবই দরিদ্র। বেসরকারি হাসপাতালে যাওয়ার মতো সামর্থ্য নেই। আর এই প্রশাসনিক উদাসীনতার আসল ছবি তুলে ধরে কোপে পড়লেন সাংবাদিকরা।