প্রতিবেদন : জোর করে পঞ্চায়েতে ভোট করা যাবে না। দল পাশে থাকবে না। মানুষের পাশে থেকে তাঁদের মন জয় করেই ভোটে জিততে হবে, পরিষ্কার বার্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সোমবার থেকে আবারও দলের সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এদিন ছিল পশ্চিম মেদিনীপুর, ঘাটাল ও ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বৈঠক। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে দুপুর থেকে পরপর হয় বৈঠক।
এদিন পশ্চিম মেদিনীপুর ও ঘাটালের সাংগঠনিক জেলা নেতৃত্বকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, গাজোয়ারি করে পঞ্চায়েত নির্বাচন করা যাবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। কেউ কোনওরকম গাজোয়ারি করে ভোট করলে তার দায় দল নেবে না। তার পাশেও থাকবে না। কারণ এসব মানুষ পছন্দ করে না। আর মানুষ যা পছন্দ করে না তৃণমূল কংগ্রেস তা করবে না। জেলায়, ব্লকের নেতা-নেত্রীরাই দলের মুখ, তাঁরা কোনওরকম বেচাল করলে তার দায় দলের ওপরেই এসে পড়ে। কিন্তু দল এসব বরদাস্ত করবে না। অন্যান্য জেলার মতো ঘাটাল-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা নেতৃত্বকেও বলা হয়েছে, স্বচ্ছ ভাবমূর্তির লোকজনকে দলের সামনের সারিতে আনতে হবে। আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে, তাঁদের পাশে থাকতে হবে। তাঁরা সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কি না তা নজর রাখতে হবে। এদিন অজিত মাইতি, মানস ভুঁইয়া-সহ বৈঠকে আসা জেলার একাধিক সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে থেকে ব্লক সভাপতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। খুব শীঘ্রই জেলার ব্লক সভাপতি সহ সাংগঠনিক পদাধিকারীদের নাম ঘোষণা করবে দল।
আরও পড়ুন: প্রয়াত সাংবাদিক স্বর্ণেন্দু দাস, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
ঝাড়গ্রামের নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, জেলার প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে। শুধু জেলা সদরে বসে থাকলে চলবে না। প্রত্যন্ত এলাকার মানুষজন সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কি না খোঁজ নিতে হবে। তাঁদের সাহায্য করতে হবে। পঞ্চায়েতের কাজ ওইসব এলাকায় কীরকম হচ্ছে তা নজরে রাখতে হবে। আদিবাসীদের জন্য রাজ্য সরকার প্রচুর কাজ করেছে। বরাদ্দ দিয়েছে। সেইসব তাঁদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে কি না তাও আদিবাসীদের গ্রামে গিয়ে তাঁদের কাছ থেকেই জানতে হবে। জেলায় সকলকে নিয়ে চলতে হবে। আজ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর-তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।