সংবাদদাতা, আলিপুরদুয়ার : মন্ত্রী হয়েই উত্তরবঙ্গের আরও উন্নয়নের কথা দিয়েছিলেন উদয়ন গুহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দায়িত্ব দেওয়ার পরেই শুরু করে দিয়েছেন কাজ। বিভিন্ন এলাকায় ঘুরে কাজ দেখবেন, শুনবেন সাধারণ মানুষের কথা একথাও আগেই জানিয়েছিলেন মন্ত্রী। মঙ্গলবার বিকেলে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় জেলা প্রশাসনের কর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এই মর্মে একটি বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।
আরও পড়ুন-খয়রাতি-মামলা
এই বৈঠকে অসম্পূর্ণ কাজগুলির বিষয়ে আলোচনা করেন তিনি। সেখানে জেলার ছোট-বড় প্রায় কুড়িটি কাজের পর্যালোচনা করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি কাজ প্রায় শেষ পর্যায়ে এসে আটকে ছিল, সেগুলি দ্রুত শেষ করার নির্দেশ তিনি। পাশাপাশি এই কাজগুলি কীভাবে এগোবে সেই বিষয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। বৈঠক শেষে মন্ত্রী বলেন, ‘‘উন্নয়নমূলক কাজের কোনও শেষ নেই, উন্নয়নের কাজ নিয়ে সন্তুষ্টির জায়গাও নেই, মানুষের জন্য কাজ করে যেতে হবে। উত্তরের আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই কাজগুলি শীঘ্রই শুরু হবে। পাশাপাশি কয়েকটি কাজ চলছে সেগুলি দ্রুত শেষ করা হবে।’’