অনুব্রত মণ্ডল মামলায় এবার যুক্ত হল চিঠি বিতর্ক (letter)। অভিযোগ, দিন দু’য়েক আগে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী একটি চিঠি পান। অভিযোগ, ওই চিঠিতে বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরই গোটা বিষয়টি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানিয়েছেন বিচারক।
আরও পড়ুন-চোখের আলো ছানি অপারেশনে টাস্কফোর্স গঠন
চিঠিতে প্রেরক হিসেবে বাপ্পা চট্টোপাধ্যায় নামে একজনের সই রয়েছে। বাপ্পা চট্টোপাধ্যায় ওই আদালতের একজন পেশকার। বাপ্পা চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, চিঠিতে যে সই আছে সেটা তাঁর নয়। তাঁর সই জাল করা হয়েছে। তিনিও ঘটনার তদন্ত দাবি করেছেন।