সংবাদদাতা, শিলিগুড়ি : দূষণ রুখতে পরিবেশবান্ধব পরিবহণই প্রধান লক্ষ্য। এই বিষয়টি মাথায় রেখেই ১১৮০টি ইলেকট্রিক চালিত বাস আসছে রাজ্যে। মঙ্গলবার পরিবহণ দফতরের মন্ত্রী হওয়ার পরে প্রথমবার শিলিগুড়িতে এসে একটি বৈঠকে এমনটাই জানালেন স্নেহাশিস চক্রবর্তী। এদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলার জেলাশাসক-সহ পরিবহণ দফতরের আরটিও ও এআরটিওদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
আরও পড়ুন-দুবাই পৌঁছলেন রোহিতরা, এশিয়া কাপের আগে কোভিড আক্রান্ত দ্রাবিড়
শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দীর্ঘ বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, সার্বিকভাবে পরিবহণ ব্যবস্থাকে সাজাতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ দূষণ কমানোয়। সেই জন্য পথে নামানো হচ্ছে ইলেকট্রিক বাস। আমাদের কাছে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলে কিছু নেই, সার্বিকভাবে গোটা বাংলার পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ চলছে। যার মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবগুলি হল বিভিন্ন জায়গায় বাস টার্মিনাস ও ট্রাক টার্মিনাস গড়ে তোলা।
আরও পড়ুন-মানহানির মামলা
এছাড়াও আমরা গুরুত্ব দিচ্ছি বিভিন্ন বিমানবন্দর থেকে সরকারি বাসের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার। এর বাইরেও পরিবহণমন্ত্রী বলেন, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করাও আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাই সাধারণ মানুষ যাতে খুব সহজে লাইসেন্স ও গাড়ির পারমিট পেতে পারে সেই দিকেও আমরা বিশেষ নজর দিচ্ছি।