প্রতিবেদন : প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি করা হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালকে। একইসঙ্গে ১১ সদস্যের অ্যাডহক কমিটিও তৈরি করে দিল রাজ্য সরকার। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, রঞ্জন চক্রবর্তী, অভীক মজুমদারের মতো বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে আসা হল অ্যাডহক কমিটিতে। আজ বুধবার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন অধ্যাপক গৌতম পাল। জানা গিয়েছে, সরকারি ভাবে দায়িত্ব নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।
আরও পড়ুন-বিজেপি যোগ, ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদ থেকে অপসারিত সুবল ভৌমিক
প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজকর্ম সুষ্ঠুভাবে করার জন্য পরামর্শ গ্রহণের উদ্দেশ্যেই বিশিষ্ট শিক্ষাবিদদের নতুন কমিটিতে আনা হয়েছে। এই কমিটির ১১ জন হলেন, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, অভীক মজুমদার, রঞ্জন চক্রবর্তী, স্বাতী গুহ, কৌশিকী দাশগুপ্ত, মলয়েন্দু সাহা, প্রদীপ চক্রবর্তী, রাখি পাল, অরিন্দম চক্রবর্তী। এছাড়াও কমিটিতে রাখা হয়েছে উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই পরিবর্তন করল রাজ্য সরকার। আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য।