প্রতিবেদন: শুভেন্দু অধিকারী-সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল আগেই। এবার আরও ২৪ জন নেতা-নেত্রীর সম্পত্তি নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা। তালিকায় নাম রয়েছে ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, স্মৃতি ইরানির মতো একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর। রয়েছে প্রাক্তন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় থেকে শুরু দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রসাদ নাড্ডার নামও। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।
আরও পড়ুন-বাম আমলে রাজ্য, নাবার্ড ও কেন্দ্রীয় সরকারের মধ্যে চুক্তি, স্বচ্ছতা ও নিয়ম মেনেই সমবায়ে নিয়োগ
আগামী ১২ সেপ্টেম্বর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলায় ২৪ নেতা ও মন্ত্রীর নাম উল্লেখ করে মামলাকারী দাবি করেছেন, এঁরা যদি সম্পত্তির হিসেব দিতে না পারেন তাহলে এঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। অঙ্কের হিসেব না মিললে ইডি এবং সিবিআই যাতে সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই আর্জিও জানানো হয়েছে। এই তালিকায় নাম রয়েছে ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, জগৎপ্রকাশ নাড্ডা, রূপা গঙ্গোপাধ্যায়, স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খান, লকেট চট্টোপাধ্যায়, মনোজ কুমার ওরাও, আব্দুল মান্নান, মিহির গোস্বামী, শমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকার ও সুজন চক্রবর্তীর। এর আগে এই একই ইস্যুতে আরও একটি জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। সেই মামলাতেও শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা-নেত্রীর নাম ছিল