বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াড জলপাইগুড়ি জেলার একটি গাড়ি আটক করে বন দফতর। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ চন্দনকাঠ (sandalwood) উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৩ কোটি টাকা। বন দফতর এই ঘটনায় দু’জনকে আটক করে। ধৃতদের নাম ত্রিলোকী প্রসাদ জয়সওয়াল, নির্মল দাস।
আরও পড়ুন-বিজেপি নেতাদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের
তাদের জিজ্ঞাসাবাদ করে বিন্নাগুড়ি স্কোয়াড, মালবাজার স্কোয়াড, গরুমারা উত্তর রেঞ্জ এবং গরুমারা দক্ষিণ রেঞ্জের কর্মীরা গরুমারা বন্যপ্রাণী বিভাগের অতিরিক্ত বনাধিকারিক জন্মেজয় পালের নেতৃত্বে অভিযান চালিয়ে কোচবিহার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালপট্টি এলাকায় সিং মার্কেটের একটি বন্ধ স্টলে অভিযান চালিয়ে অবৈধ লাল চন্দনকাঠ উদ্ধার করে।