প্রতিবেদন : আপনি যদি আমাদের কথামতো না চলেন, তবে আপনার চেয়ার চলে যেতে পারে। আমাদের কথাকে হালকাভাবে নেবেন না। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের জিয়াজি বিশ্ববিদ্যালয়ের (Jiwaji University) উপাচার্যকে এই ভাষায় হুমকি দিয়েছেন গেরুয়া দলের ছাত্র সংগঠন এবিভিপির (ABVP) নেতা সন্দীপ বৈষ্ণব। ইতিমধ্যেই হুমকি দেওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই বিজেপির ছাত্র সংগঠনের ওই নেতার নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। গোয়ালিয়রের জিয়াজি বিশ্ববিদ্যালয়ে এবিভিপির সম্পাদক সন্দীপ বৈষ্ণব। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দীপ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. অবিনাশ কে তিওয়ারিকে আঙুল তুলে হুমকি দিচ্ছেন। ওই ছাত্র নেতা উপাচার্যকে বলেন, আপনি এবিভিপিকে হালকাভাবে নেবেন না। আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে আপনার চেয়ার চলে যাবে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এর আগেও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের এবিভিপির হুমকির মুখ পড়তে হয়েছে। শিক্ষামহলের বক্তব্য, বিজেপির আমলে এই রাজ্যে প্রতিটি ক্ষেত্রেই শিক্ষক সমাজকে হুমকির মুখ পড়তে হচ্ছে। এমনকী, অতিগুরুত্বপূর্ণ এই সব ঘটনাকে গোপন করতে হয় তাঁদের। শাসক দল-সহ বিভিন্ন গেরুয়া সংগঠনের লাগাতার হুমকির মধ্যে কাজ করতে হয় শিক্ষামহলকে। এদিনের ঘটনার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক মদত না থাকলে ছাত্র সংগঠনের কোনও নেতা এভাবে উপাচার্যকে হুমকি দিতে পারে না। জানা গিয়েছে, জিয়াজি বিশ্ববিদ্যালয়ের ল ইনস্টিটিউটে সভা করতে চেয়েছিল এবিভিপি। কিন্তু বিভাগীয় প্রধান তার অনুমতি দেননি। এরপরই বিদ্যার্থী পরিষদের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে। তার পরেই উপাচার্যকে (Jiwaji University- ABVP) এভাবেই হুমকি দেন এবিভিপির ওই নেতা।