‘বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত’ শুভেন্দুকে কটাক্ষ কুণাল ঘোষের

Must read

আজ দিল্লিতে ইডির দফতরে মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কাণ্ডে আগেও অভিষেকের স্ত্রী রুজিরা ও তাকে তলব করা হয়েছিল ইডির সদর দফতরে। কিন্তু রুজিরা যাননি। তিনি কলকাতায় তাঁর বাড়িতে আসার জন্য ইডি কর্তাদের আবেদন জানিয়েছিলেন। ইডি-র তলবে সকালেই জামনগরে ইডির দফতরে যান অভিষেক। দফতরের বাইরে তিনি স্পষ্ট করেই বলেন তদন্তে তিনি সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, ‘এজেন্সি আমাকে তলব করেছে। আমি এসেছি। তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করব।’ এর আগে গতকাল দিল্লি উড়ে যাওয়ার আগে চ্যালেঞ্জ করে দিয়ে গিয়েছিলেন, ‘১০ পয়সারও আর্থিক জালিয়াতি প্রমাণ করতে পারে, তাহলে ফাঁসিকাঠে ঝুলতে রাজি আমি।’

আরও পড়ুন- বুর্জোয়া কাগজে মমতার প্রশংসায় এবার সিপিএমের দীপ্সিতা, আলিমুদ্দিন কি হতাশ?

অন্যদিকে অভিষেক দিল্লিতে ইডি-র দফতরে পৌঁছে গিয়েছেন, তখন সোমবার দেহরক্ষীর মৃত্যুর মামলায় শুভেন্দুকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। স্বভাবসিদ্ধভাবেই তলব এড়িয়ে যান তিনি। একটি মেল পাঠিয়ে শুভেন্দু জানিয়েছেন তিনি আজ ভবানী ভবনে যেতে পারবেন না। বাঁকুড়ায় এক দলীয় সভায় যোগ দিতে হবে শুভেন্দুকে। এই অবস্থায় আবার শুভেন্দুকে হাজিরার নোটিস পাঠাতে পারে সিআইডি।

আরও পড়ুন- ‘তৃণমূল পাশে থাকবে’ ত্রিপুরায় শিক্ষকদের বার্তা কুণাল ঘোষের

এই অবস্থায় নিজের টুইটার হ্যান্ডেলে মুখ খুললেন কুণাল খোশ। শুভেন্দুর দিকে কটাক্ষের শুরে তিনি বলেন,

“একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে।

অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে।

বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত।”

 

Latest article