সংবাদদাতা, জলপাইগুড়ি : বয়স মাত্র দু’মাস। মূর্তি নদীতে ভেসে যাওয়ার সময় তাকে উদ্ধার করে গ্রামবাসীরা। অনেক চেষ্টার পরেও মা তাকে ফিরেয়ে নেয়নি। দলছুট সেই হস্তিশাবকের (Elephant-Cub) ঠিকানা হয় গরুমারা বন্যপ্রাণী বিভাগের চাপড়ামারি বনবাংলো এলাকায়। বন দফতরের পক্ষ থেকে তার দেখভালের কোনও ত্রুটি রাখা হচ্ছে না। বন দফতরের পশু চিকিৎসক শ্বেতা মণ্ডল তার দেখভালের দায়িত্বে রয়েছেন। সেই সঙ্গে বন দফতরের আধিকারিক এবং কর্মীরা সদাসচেতন তার সেবার জন্য। এই মুহূর্তে তার খাবার বলতে পাউডার দুধ, ওআরএস এবং প্রয়োজনীয় ওষুধপত্র। দিনে প্রায় ১৩/১৪ বার তাকে পাউডার দুধ খাওয়ানো হচ্ছে। সঙ্গে ওআরএস। প্রতিদিন ডাক্তারি পরীক্ষা হচ্ছে হস্তিশাবকটির (Elephant-Cub)। খুব তাড়াতাড়ি তাকে চাপড়ামাড়ি থেকে গরুমারায় নিয়ে আসা হবে। সেখানে মতিরানি এবং ডায়না নামের মাদী হাতি রয়েছে। শাবকটিকে তাদের দুধ খাওয়ানোর চেষ্টা করা হবে। দিন কয়েকের মধ্যেই তাকে গরুমারায় নিয়ে আসা হবে বলে বন দফতর সূত্রে জানা গেছে। বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক অংশু যাদব জানিয়েছেন, হস্তিশাবকটি সুস্থ এবং ভাল রয়েছে।