সংবাদদাতা, জলপাইগুড়ি : ‘‘১০ সেপ্টেম্বর চা-শ্রমিকদের নিয়ে সর্ববৃহৎ সভা হতে চলেছে ডুয়ার্সের মালবাজারের আর আর স্কুলের মাঠে। কেন্দ্রীয় সরকার যে চা-শ্রমিকদের কোনও উন্নয়ন করেনি, শ্রমিকরা যে বঞ্চার শিকার তার জবাব এদিনের সভায় দেবেন তাঁরা। শ্রমিকদের উপস্থিতিই হবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সব থেকে বড় জবাব।’’
আরও পড়ুন-উন্নয়নের বার্তা নিয়ে কানাইপুরে কাঞ্চন
সোমবার প্রস্তুতিসভায় এসে এমনটাই বললেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মালবাজারের উদিচি কমিউনিটি হলে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের জেলা স্তরের নেতাদের নিয়ে বৈঠকে হয়। সভায় সিদ্ধান্ত হয় প্রত্যেক বাগানভিত্তিক শ্রমিকরা এই সভায় যোগ দেবেন। উত্তরবঙ্গের ছয়টি জেলা থেকেই শ্রমিকরা এই সভায় আসবেন। এদিনের এই সভায় ছয় জেলার চা-বাগান শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের সাথে আলোচনা করার পরই এই সিন্ধান্ত নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। তবে ১০ তারিখের আগের দিন অর্থাৎ ৯ তারিখে একটি প্রতিনিধি সমাবেশ হবে। সারাদিন সেখানে বাগান শ্রমিকদের প্রতিনিধিরা তাঁদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। ওইদিন নেতৃত্ব মাত্র এক ঘণ্টা বক্তব্য রাখবেন। শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে উঠে আসা যে বিষয়গুলি চা-শ্রমিকদের কল্যাণে লাগবে সেই বিষয়গুলি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে বলে জানান রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতিসভায় রাজেশ লাকড়া, আলিপুরদুয়ারের চা-শ্রমিক নেতা গঙ্গাপ্রসাদ শর্মা সহ বিভিন্ন চা-শ্রমিক নেতা এবং ট্রেড ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন।