প্রতিবেদন : এবার সরাসরি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সংঘাত রাজ্যপাল জগদীপ ধনকড়ের । আগে ঠাণ্ডা লড়াই চললেও সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে এমন কড়া প্রতিক্রিয়া আগে দিতে দেখা যায়নি স্পিকারকে। এবার বিধানসভার কাজে হস্তক্ষেপ না করার আবেদন জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি পাঠালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে স্পিকারকে চিঠি দেন রাজ্যপাল। তিনি লেখেন, PAC চেয়ারম্যান মুকুল রায়কে করায় সংসদীয় ব্যবস্থার রীতি ও প্রথা মানা হয়নি। প্রসঙ্গত, ওই পদে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে বসানোয় রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপি পরিষদীয় দল। যার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে PAC চেয়ারম্যান নিয়ে স্পিকারকে চিঠি দেন রাজ্যপাল।
আরও পড়ুন : “চন্দনাকে বিয়ে করে অন্যায় করিনি” বিজেপি সাংসদকে নিশানা করে দাবি কৃষ্ণর
এবার তারই পাল্টা চিঠি দিলেন স্পিকারও। রাজ্যপালকে দেওয়া চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা রাজ্যপালকে চিঠির জবাব দিয়েছি। আমরা বলেছি, এটা আপনি করতে পারেন না। এতে বিধানসভার গরিমা নষ্ট হচ্ছে। রাজ্যপালকে বারবার বলা সত্ত্বেও, তিনি কেন এমন আচরণ করছেন তা বুঝতে পারছি না। আশাকরি, তিনি অবশ্যই উপলব্ধি করবেন। আগামী দিনে তিনি বিধানসভা সংক্রান্ত বিষয়ে এই ধরনের চিঠি পাঠিয়ে হস্তক্ষেপ করবেন না।’’
বিমানবাবু আরও বলেন, ‘‘রাজ্যপাল যে ভাষায় চিঠি দিচ্ছেন তাতে সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্মান থাকে না এবং এতে নিজেরও সম্মান থাকে না। ওনার সেটা বোঝা উচিত। আমি আশা করব, উনি নিজেকে এ বিষয়ে সংযত করবেন এবং বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে তিনি হস্তক্ষেপের চেষ্টা করবেন না।’’