নয়াদিল্লি : বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে উত্তরপ্রদেশে গ্রেফতার হয়ে জেলবন্দি কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পান। তাঁর দায়ের করা জামিনের আবেদনে সোমবার উত্তরপ্রদেশ সরকারের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে ৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তর দাখিলের জন্য নোটিশ জারি করেছে। আদালত জানিয়েছে, ৯ সেপ্টেম্বর এই আবেদনের নিষ্পত্তি করা হবে।
আরও পড়ুন-সিবিআই তদন্তে অনুমতি তুলে নেওয়ার পথে নীতীশ সরকার
উত্তরপ্রদেশের স্থায়ী কৌঁসুলি শীর্ষ আদালতের নোটিশটি গ্রহণ করেছেন। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে হবে। ৯ সেপ্টেম্বর বিষয়টি নিষ্পত্তি করা হবে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণ ও হত্যার ঘটনার খবর সংগ্রহ করতে যাওয়ার সময় উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে ২০২০ সালের অক্টোবরে গ্রেফতার করে। যোগী সরকার সাংবাদিক কাপ্পানের বিরুদ্ধে ইউএপিএ-র অধীনে বিভিন্ন ধারায় মামলা করেছে। দেশের নাগরিক সমাজ বিজেপি সরকারের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। গত ২ অগাস্ট এলাহাবাদ হাইকোর্ট কাপ্পানের জামিনের আবেদন খারিজ করে দেয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন সাংবাদিক কাপ্পান।