সংবাদদাতা, জঙ্গিপুর : দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গের বাজারে জালনোট (West Bengal- Fake Note) ছড়িয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে। এই উদ্দেশ্যে বাংলাদেশ থেকে জালনোট এনে পাচার করতে গিয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার হল এক যুবক। নাম অমিত হাসান (১৮)। বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুরে।
আরও পড়ুন: পণের টাকা জোগাড়ে ডাকাতি, তাতেই খুন
সামশেরগঞ্জ থানার এক আধিকারিক জানান, রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ধূলিয়ান ফেরিঘাটের কাছে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় অমিতকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে ধরে তল্লাশি শুরু করে। সেই সময় তার ব্যাগ থেকে উদ্ধার হয় ১.০৬ লক্ষ টাকার জালনোট। নোটগুলো সবই দু’হাজার টাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশের এক জালনোট পাচারকারীর কাছ থেকে ভারতীয় জালনোটগুলো (West Bengal- Fake Note) সংগ্রহ করে অমিত। তার উদ্দেশ্য ছিল সামশেরগঞ্জ হয়ে ফরাক্কাতে ফিরে সেখানকার স্থানীয় বাজারে দুর্গাপুজোর আগে এই নোটগুলি চালানো। ধৃতের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার জঙ্গিপুর আদালতে পেশ করছে সামশেরগঞ্জ থানার পুলিশ। এই চক্রের সাথে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।