সংবাদদাতা, পুরুলিয়া : জেলায় এবার আমন চাষ ভাল হয়নি। তাই জেলার সব কৃষককে শস্যবিমার আওতায় এনে তাঁদের ক্ষতিপূরণ পাইয়ে দিতে মাঠে নামছে পশ্চিমবঙ্গ কিষান খেতমজুর তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা কমিটি। জেলায় গড়ে ৬৬.৬০ শতাংশ জমিতে ধান রোয়া হলেও অধিকাংশ ব্লকে রোয়া হয়েছে ৪৫-৪৬ শতাংশ জমিতে।
আরও পড়ুন-মহিলা-শিশুদের পুষ্টিকর খাবার মিশিয়ে পশুখাদ্য
যে সব ব্লকে ৫০ শতাংশের কম জমিতে রোয়া হয়েছে, সেখানকার সমস্ত কৃষককে শস্যবিমার সুযোগ পাইয়ে দিতে সচেষ্ট হচ্ছে তৃণমূলের খেতমজুর সংগঠন। মঙ্গলবার একথা জানান সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাত। সম্প্রতি রাজ্যের কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা পুরুলিয়ার আমন চাষের পরিস্থিতি খতিয়ে দেখে যান। তার পরেই কিসান খেতমজুর সংগঠন সিদ্ধান্ত নেয়, এর পর জমিতে আর আমন ধান রুইলেও কোনও লাভ হবে না। তাই শস্যবিমায় জোর দিতে প্রচারে নামছে কিসান খেতমজুর তৃণমূল কংগ্রেস। সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাত বলেন, ‘‘জেলার ২ লক্ষ ৮০ হাজার কৃষককে শস্যবিমার ক্ষতিপূরণ পেতে সহায়তা করা হবে।’’ তিনি আরও জানান, ‘‘চাষ না হওয়া জমিতে এর পর ডালশস্য ও তৈলবীজ চাষে কৃষকদের সহায়তা দেবে জেলা প্রশাসন।’’