বৃহস্পতিবার, রেড রোডে ঐতিহাসিক বর্ণময় অনুষ্ঠানের পরে ইউনেস্কোকে (UNESCO- Mamata Banerjee) ধন্যবাদ জানিয়ে ডিপি বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই স্বাধীনতার ৭৫বছর পূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের ছবির কোলাজ দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের DP বদলে ছিলেন তিনি।
আরও পড়ুন: বর্ণাঢ্য অনুষ্ঠানে মেতে উঠল ডায়মন্ড হারবার
রাজনৈতিক বা সামজিক- যেকোনও বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী (UNESCO- Mamata Banerjee)। কাউকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রতিবাদ বা অভিনন্দন জানানো সবই থাকে তাঁর স্যোশাল মিডিয়ার পোস্টে। এবার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ ঘোষণাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরে সেই বিষয়টিই ডিপি-তে দেন মমতা। সেখানে লেখা,
“আমরা গর্বিত, দেশ গর্বিত, বিশ্ব গর্বিত। Thank you UNESCO”।
#NewProfilePic pic.twitter.com/wZaFXLOUQa
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2022
এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকেও UNESCO-কে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। আর বিপুল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে UNESCO-র প্রতিনিধির মন্তব্য ”এতো আড়ম্বর আশা করিনি।”