প্রতিবেদন : ভয়ঙ্কর ঘটনা বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে। একটি কারখানায় মাসের-পর-মাস কাজ করছিলেন শ্রমিকরা। অথচ বেতন মিলছিল না। পরিবারে চরম আর্থিক অনটন। সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারছিলেন না শ্রমিকরা। তাই কারখানার ভেতরেই একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন সাত কর্মী।
আরও পড়ুন-বাঙালির ফুটবল আর দুর্গাপুজো দুটোই তুলনাহীন, অকপট সৌরভ
ওই কর্মীদের পরিবারের অভিযোগ, টানা সাত মাস ধরে কাজের পরেও বেতন মেলেনি। বেতন চাইতে গেলেই বদলি করে দেন মালিক। এমনকী, শ্রমিকদের হুমকিও দেওয়া হত। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। বৃহস্পতিবার রাতে তাই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেন কারখানার সাতজন কর্মী।
শুক্রবার ইন্দোর পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি সংস্থার সাত কর্মী আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। গুরুতর অসুস্থ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর হাত ধরে ঐতিহাসিক শোভাযাত্রা মহানগরের বুকে, দুর্গাপুজোর বিশ্বায়ন
সূত্রের খবর, ওই কারখানায় বহু কর্মী কাজ করেন। উৎপাদনের কাজ চালু থাকলেও, বিগত সাত মাস ধরেই কোনও কর্মীকেই বেতন দেওয়া হচ্ছে না। কর্মীরা বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে বেতন দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু বেতন মেলা তো দূরঅস্ত, বরং কর্মীদের হেনস্তার মুখে পড়তে হয়েছে। বৃহস্পতিবার রাতে যে সাতজন কর্মী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, তাঁরাও কয়েকদিন আগে বেতন চাইতে যাওয়ায় হেনস্তার শিকার হন। শুধু তাই নয়, ওই সাতজনকে অন্য দফতরে বদলিও করে দেওয়া হয়। এরপরেই চরম সিদ্ধান্ত নেন তাঁরা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।