সংবাদদাতা, রায়গঞ্জ : সিভিল সার্ভিসে আগ্রহী পড়ুয়াদের জন্য উদ্যোগ নিল রাজ্য সরকার। শুক্রবার রায়গঞ্জে শুরু হল সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। শুক্রবার এই সেন্টারের ভার্চুয়ালি উদ্বোধন করেন সুরেন্দ্রনাথ কলেজে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার শুরু হল। এদিন ভার্চুয়ালি এই সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
আরও পড়ুন-সেচ ব্যবস্থাকে ঢেলে সাজার নির্দেশ মন্ত্রীর
উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টারে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দকুমার মীনা, পুলিশ সুপার সানা আখতার-সহ পুলিশ প্রশাসনের কর্তা ও পড়ুয়ারা। জেলাশাসক অরবিন্দকুমার মীনা বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই সেন্টারে আবেদনকারী পড়ুয়াদের মধ্যে থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে ৫০ জনকে বাছাই করা হয়েছে। যাদের অনলাইনে রাজ্যস্তর থেকে ইউপিএসসি, আইএএস, আইপিএস-সহ একাধিক বিভাগে অনলাইন কোচিং দেওয়া হবে। এরই পাশাপাশি মাঝে-মধ্যে জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও সেন্টারে এসে পড়ুয়াদের উৎসাহিত করবেন। যার ফলে উপকৃত হবেন পড়ুয়ারা। আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।”