প্রতিবেদন : একসময় পুজোর বাজার বলতেই চোখে ভেসে উঠত নিউ মার্কেটের ছবি। নিউ মার্কেট ছাড়া পুজোর কেনাকাটা ভাবাই যেত না। শপিং মল কালচারের দৌলতে সেই অপরিহার্যতার মাত্রা এখন কিছুটা কমলেও আকর্ষণ কিন্তু কমেনি বিন্দুমাত্র। পুজো কিংবা বড়দিন নিউ মার্কেট নিউ মার্কেটই। এবারে পুজোর একমাস আগেই ভিড় উপচে পড়ছে নিউ মার্কেট এলাকায়।
আরও পড়ুন-আকর্ষণীয় মণ্ডপে থ্রিডি পিলার, কিয়স্কে মিলবে তথ্য, মহানগরীর পুজো এবারে পর্যটনের ব্র্যান্ড
মহানগরীর ঐতিহ্যের প্রতীক এই মার্কেট সংস্কারের কাজে হাত দিচ্ছে কলকাতা পুরসভা। কাজ শুরু হবে দ্রুত। প্রাথমিকভাবে এরজন্য বরাদ্দ করা হয়েছে ৮০ লক্ষ টাকা। পুরসভার ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই বেশ কয়েকবার খুঁটিয়ে পরীক্ষা করেছেন মার্কেটের বিভিন্ন অংশ। চিহ্নিত করেছেন নিকাশি সমস্যা। কিছু অংশের ছাদের অবস্থাও ভাল নয়। এখানে দোকানের সংখ্যা প্রায় ২৮০০। রাজস্ব আদায়ের নিরিখে কলকাতার ৪৬টি বাজারের মধ্যে বেশ এগিয়ে আছে নিউ মার্কেট। তাই সংস্কারের কাজে আর দেরি করতে চান না কর্তৃপক্ষ।