প্রতিবেদন : ক্রিকেটের নন্দনকানন আরও মায়াবী রূপ নিতে চলেছে। ইডেন গার্ডেন্সের বাতিস্তম্ভে নতুন আলো লাগানোর কাজ শেষ। রবিবার জ্বলে উঠল সেই নতুন ফ্লাডলাইট। অত্যাধুনিক প্রযুক্তির এলইডি আলোগুলি পিচ, ইনার সার্কেল-সহ গোটা মাঠের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দেবে। খেলা চলাকালীন গ্রাফিক্স এবং মিউজিক সিস্টেমের মধ্যে সমন্বয় ঘটাতেও সাহায্য করবে ইডেনের নতুন ফ্লাডলাইট।
আরও পড়ুন-বহিরঙ্গে, গুণমানে তাক লাগাচ্ছে লস্করপুর উচ্চবিদ্যালয়
এদিকে, শনিবার পুদুরেরি পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। বাংলার প্রায় ৪০ জন ক্রিকেটার সেখানে প্রস্তুতি শুরু করেছে। ১১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবে বাংলা দল। পুদুচেরিতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন অনুষ্টুপ মজুমদাররা। ২০ ওভারের ম্যাচে বাংলার প্রতিপক্ষ পুদুচেরি এবং বিদর্ভ। ৮ সেপ্টেম্বর থেকে পুদুচেরিতেই শুরু হচ্ছে দলীপ ট্রফির ম্যাচ। পূর্বাঞ্চল দলে বাংলার সাতজন ক্রিকেটার রয়েছেন। সেই দলের কোচ সৌরাশিস লাহিড়ী। অধিনায়ক মনোজ তিওয়ারি। প্রথম ম্যাচ উত্তরাঞ্চলের বিরুদ্ধে।