মুম্বই: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) গ্রাফিক নভেল ‘অথর্ব দ্য অরিজিন’-এর আত্মপ্রকাশ ঘটল শীর্ষস্থানীয় ডিজিটাল স্টোরির প্ল্যাটফর্ম প্রতিলিপি কমিকসে। তারাই ধোনির গ্রাফিক নভেলের স্বত্ব কিনে নিয়েছে। কমিকসের আকারে তা পাঠক এবং দর্শকদের কাছে পৌঁছে দেবে। গ্রাফিক নভেলে নতুন অবতারে ধোনিকে দেখে তাঁর ভক্তরা মুগ্ধ। নভেলে বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ককে সুপার হিরো হিসেবে তুলে ধরা হয়েছে। অথর্বে ৪০ বছরের ধোনিকে দেখা যাচ্ছে লম্বা চুলে। মাস কয়েক আগেই অথর্বের ট্রেলার রিলিজ হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ধোনি (MS Dhoni)। অথর্বের রচয়িতা রমেশ থামিলমানি। ‘অথর্ব দ্য অরিজিন’ একটি পুরাণ চরিত্র। এক কিশোর যে অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। তাঁর নতুন ভূমিকা, চরিত্র নিয়ে ধোনি সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমাদের পরিশ্রম সার্থক। অথর্বে এক লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। প্রতিলিপি গল্পের আসল বিষয়কে খুব ভাল ভাবে কমিকসে রূপ দিয়েছে।’’
আরও পড়ুন-বিরাটের স্কিল আমার থেকেও বেশি : সৌরভ