প্রতিবেদন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রাষ্ট্রসংঘ যতই জোর দিক না কেন আফগানিস্তান ও পাকিস্তানে পোলিও টিকাকরণ কর্মসূচি একেবারে মুখ থুবড়ে পড়েছে। টিকাকর্মীদের উপর একের পর এক হামলা ও স্থানীয়দের অন্ধবিশ্বাসের ফলে এই দুই দেশে টিকাকরণ অভিযান চলছে শম্বুক গতিতে। পাকিস্তানে ফের জঙ্গি হামলার শিকার হল টিকাকরণের কাজে যাওয়া পাক স্বাস্থ্যকর্মীরা। খাইবার-পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনায় টিকাকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশকর্মী নিহত হয়েছেন। জখম আরও কয়েকজন।
আরও পড়ুন-দেখুন বই কিনুন বই
গত এপ্রিল মাস থেকে পাক-আফগান সীমান্তের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে নতুন করে ১৪টি শিশু পোলিও আক্রান্ত হয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে সেখানে দ্রুত টিকাকরণ চালাচ্ছে পাক প্রশাসন। কিন্তু সেখানে টিকা কর্মীদের উপর একাধিকবার হামলা চালালো জঙ্গিরা। জঙ্গিদের এই নৃশংস হামলার জেরে খাইবার-পাখতুনখোয়া প্রদেশে ধাক্কা খাচ্ছে টিকাকরণের কাজ। জানা গিয়েছে, শনিবার সকালে পুলিশি প্রহরায় বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের চালাচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা। সে-সময় জঙ্গিরা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।
আরও পড়ুন-পুজোর লেখালিখি
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চার পুলিশকর্মীর মৃত্যু হয়। দুই পুলিশ ও দুই স্বাস্থ্যকর্মী জখম হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ হামলাকারীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলে।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এদিনের হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ মনে করছে, এই হামলার পিছনে রয়েছে তেহরিক-ই-তালিবান। পাকিস্তানের জনজাতি অধ্যুষিত এলাকায় এর আগে তারা টিকাকর্মীদের উপর হামলা চালিয়েছে। কারণ এই জঙ্গি গোষ্ঠী মনে করে, পোলিও টিকাকরণ ইসলামে নিষিদ্ধ।