প্রত্যন্ত এলাকায় স্কুটি নিয়ে জনসংযোগে জেলা সভাপতি

Must read

অনুপম সাহা, কোচবিহার: পৌঁছে যেতে হবে সাধারণ মানুষের কাছে। শুনতে তাঁদের সমস্যার কথা। বাড়াতে হবে জনসংযোগ। বড় গাড়ি করে নিরাপত্তারক্ষী নিয়ে নয়, হেঁটে, সাইকেল বা ছোট যানবাহনে পৌঁছে যেতে হবে এলাকায়। ধূপগুড়ি সফরে গিয়ে জেলা সভাপতি, নেতা নেতৃত্বদের এমনই নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অনুযায়ী এবার স্কুটি নিয়ে প্র্যতন্ত এলাকায় জনসংযোগে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কোচবিহার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhowmik)। শনিবার নিজেই স্কুটি চালিয়ে হাজরাপাড়া, কালিকা দাস রোড, পাটাকুরা, বাঁধের পাড়-সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখার পাশাপাশি এলাকার বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে কথা বলে বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন অভিজিৎ দে ভৌমিক। এবিষয়ে অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhowmik) বলেন, পুরসভার কাজগুলি খতিয়ে দেখলাম। ঘুরে দেখলাম পুজো মণ্ডপগুলি। এলাকাবাসীদের দাবিদাওয়াও শুনেছি। যে দু একটি সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে।

আরও পড়ুন-পদ্মনেতার উসকানি, পুলিশকে হেনস্তা, বোমাবাজি, রণক্ষেত্র শীতলকুচি

Latest article