আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে: “হিন্দু সংস্কৃতি ও মূল্যবোধের স্বঘোষিত অভিভাবকরা স্পষ্টতই হিন্দু ধর্মকে বোঝেন না, হিন্দু উৎসবকে সম্মান করতে ভুলে যান। এখন মা দুর্গা এবং বাংলার ঐতিহ্যের প্রতি তাদের ক্ষুদ্র সম্মান উন্মোচিত হয়ে গিয়েছে। এটা বিজেপির একটি চরম লজ্জার কাজ।”
বাংলার বিজেপি আবার অনেক বাঙালির দুর্গাপূজা উদযাপনকে ক্ষতি করার চেষ্টা করে তাদের বাংলা বিরোধী দিকটি প্রকাশ করেছে।
বিতর্কিত মন্তব্য করতে দিলীপ ঘোষের জুড়ি মেলা ভার। তার প্রতিটা বক্তব্যে সরগরম হয় রাজ্য রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি মা দুর্গাকে নিয়ে মন্তব্য করতে ছাড়েন নি। সেই সময় তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। তাও আবার অভিনবভাবে।
দেবী দুর্গা নিয়ে একটি জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ”ভগবান শ্রীরাম একজন রাজা। তিনি একজন অবতারও। আমরা তাঁর পূর্ব পুরুষের নামও জানি। তাঁকে মর্যাদা পুরষোত্তম বলা হয়। কিন্তু দেবী দুর্গাপুর পূর্ব পুরুষের নাম কি আমরা জানি। তা শ্রীরাম আদর্শ পুরুষ”।
আরও পড়ুন- ‘বিজেপির অভিভাবক হওয়ার যদি এত শখ, বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান’ হুঙ্কার কুণাল ঘোষের
এর পরেই হুগলির শ্রীরামপুরের রানাঘাটে তৃণমূলের নেতা কর্মীরা তার বিরুদ্ধে সরব হয়ে ওঠে। মাথা ন্যাড়া করেছিলেন ১১ জন তৃণমূল কর্মী। স্থানীয় তৃণমূল নেতা বলেন ”দিলীপ যা বলেছেন, তাতে শুধু বাঙালির অপমান নয়, গোটা দেশের অপমান। সকলেই দেবী দুর্গার পুজো করেন। তাই এই অপমান কেউ মেনে নেবে না”।
সেই কথা আরেকবার দুর্গাপুজোর আগে মনে করিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী ডঃ শশী পাঁজা। আজ সকালে তিনি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন দুর্গাপুজো নিয়ে বিজেপির যে কটূক্তি মানুষ সেটা ভোলে নি। মা দুর্গাকেও এই দল অপমান করতে ছাড়ে নি।তাদের এহেন আচরণেই বোঝা যায় মানুষের বিশেষত বাঙালির ভাবাবেগের সঙ্গে তারা ঠিক কতটা বিচ্ছিন্ন।
We haven’t forgotten how @BJP4Bengal State President @DilipGhoshBJP insulted Maa Durga.
Now his party has issues with people celebrating Durga Puja! With this move, their disconnect with the sentiments of this land is clearer than ever!#BJPInsultsMaaDurga— Dr. Shashi Panja (@DrShashiPanja) September 8, 2021