কলম্বো, ১২ সেপ্টেম্বর : এই ক’দিন আগে! উত্তাল শ্রীলঙ্কা। রাস্তায় মানুষ। জিনিসের দাম আগুন। পেট্রোল নেই। দেশের শাসকরা উন্মত্ত জনতার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।
এশিয়া কাপ সিংহলিদের জীবন থেকে এমন অন্ধকারময় অধ্যায় মুছে সাফ করে দিয়েছে। মানুষ আবার রাস্তায় নেমেছেন। তবে এবার আনন্দে। প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) দলকে উদ্দেশ্য করে বলেছেন, “তোমাদের সবার জন্য আমি গর্বিত। গোটা দেশই গর্বিত। দেশের জন্য তোমরা হৃদয়ের সব আবেগ উজাড় করে খেলেছ।”
শ্রীলঙ্কা প্রথমেই পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল। ৫৮/৫ হয়ে গিয়েছিল তাদের। কিন্তু রাজাপক্ষে ও হাসরাঙ্গা মিলে পরিস্থিতি সামলে দেন। পরে জয় ছিনিয়ে নেন ২৩ রানে। কিন্তু জয়বর্ধনে (Mahela Jayawardene) বলেছেন, টসে হেরে যাওয়ায় তাঁদের ভালই হয়েছে।
আরও পড়ুন-লেজেন্ডস লিগ শর্তসাপেক্ষে ম্যাচ ইডেনে
রাজাপক্ষে জানিয়েছেন, আর্থিক কষ্টের মধ্যে এই জয় শ্রীলঙ্কাবাসীর মুখে হাসি ফোটাবে। শনাকা মনে করিয়ে দিয়েছেন, গতবার এই এশিয়া কাপে তাঁদের বাছাই পর্বের ম্যাচ খেলে উঠে আসতে হয়েছিল। শনাকা ২০২১ আইপিএল ফাইনালের কথাও তুলে ধরেছেন। সেবার সিএসকে আগে ব্যাট করে টুর্নামেন্ট জিতেছিল। গৌতম গম্ভীর দ্বীপরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে বলেছেন, “সুপারস্টার টিম। এই
জয় ওদের প্রাপ্য।”