প্রতিবেদন : হাথরস ষড়যন্ত্র মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছিলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান। তবে জামিন পেলেও জেল থেকে মুক্তি পাচ্ছেন না কাপ্পান। জানা গিয়েছে, অন্য একটি মামলায় কাপ্পানের বিরুদ্ধে তদন্ত করছে ইডি। তাই আপাতত কাপ্পানকে জেল থেকে ছাড়ার পক্ষপাতী নন ইডির আধিকারিকরা।
আরও পড়ুন-বিজেপি-সিপিএম সম্পর্কের অভিযোগ তুলল কংগ্রেস
প্রসঙ্গত, হাথরস ষড়যন্ত্র মামলায় শর্তসাপেক্ষে কাপ্পানের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। লখনউ জেলের সিনিয়র সুপারিনটেনডেন্ট আশিস তিওয়ারি জানিয়েছেন, কাপ্পানের বিরুদ্ধে ইউএপিএ ছাড়াও বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে আর্থিক তছরুপের মামলাও ছিল। অন্য সমস্ত মামলায় জামিন পেলেও এখনও ইডির মামলায় জামিন পাননি কাপ্পান। যতদিন না আর্থিক তছরুপের মামলায় জামিন পাচ্ছেন, ততদিন জেল থেকে ছাড়া হবে না সিদ্দিক কাপ্পানকে।