প্রতিবেদন : নরেন্দ্র মোদির গুজরাত (Gujarat) যেন মাদক পাচারের করিডর হয়ে উঠেছে। গত কয়েকমাসে একাধিকবার গুজরাত থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। এবার গুজরাত (Gujarat) উপকূল থেকে বিপুল পরিমাণ মাদক-সহ ছয় পাকিস্তানিকে গ্রেফতার করল উপকূল রক্ষীবাহিনী। জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় ২০০ কোটি টাকা। ওই বিপুল পরিমাণ মাদক পাঞ্জাব-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াই ছিল ধৃত পাক নাগরিকদের লক্ষ্য। উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে, মাছ ধরার নৌকা নিয়ে গুজরাত হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল পাকিস্তানিরা। উপকূল রক্ষী বাহিনীর চোখে ধুলো দেওয়ার জন্যই তারা মাছ ধরার নৌকা ব্যবহার করে। তবে শেষ পর্যন্ত তাদের মাদক পাচারের এই চেষ্টা ভেস্তে দিয়েছে উপকূল রক্ষীরা। উপকূল রক্ষীবাহিনী এবং গুজরাতের সন্ত্রাস দমন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ওই ছয় পাক নাগরিককে গ্রেফতার করেছে। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় জলসীমার ছয় মাইল ভিতরে পাকিস্তানি নৌকাটিকে দেখতে পাওয়া গিয়েছিল। জাখাউ উপকূলের কাছে নৌকাটিকে আটক করা হয়। নৌকার ভিতর থেকে উদ্ধার হয় প্রায় ৪০ কেজি মাদক। আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় ২০০ কোটি টাকা। ওই ছয় পাক নাগরিককে আপাতত জাখাউতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদকের অধিকাংশই হেরোইন। গোপন সূত্রে উপকূল রক্ষীবাহিনী জানতে পারে ফের কয়েকজন পাক নাগরিক ভারতে মাদক পাচারের চেষ্টা করছে। জুন মাসেও একইভাবে ৭ জন পাক নাগরিক-সহ একটি নৌকা আটক করা হয়েছিল।