প্রতিবেদন : শেয়ার বাজারে মন্দার জেরে বিপুল পরিমাণ টাকা খোয়ালেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক। শেষ ২৪ ঘণ্টায় বেজোস ৮০ হাজার কোটি টাকা খুইয়েছেন। অন্যদিকে মাস্ক হারিয়েছেন ৭০ হাজার কোটি টাকা। দুই ধনকুবেরের এই বিপুল লোকসানের খবর সামনে এনেছে ব্লুমবার্গ বিলিয়োনেয়ার্স।
আরও পড়ুন-খালি হাতে ফিরিনি বললেন হাসিনা
ব্লুমবার্গের তথ্য থেকে জানা গিয়েছে, বেজোস ও মাস্কের মতো ধনকুবেররা বড় মাপের লোকসানের মুখে পড়লেও ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ আম্বানিরা লোকসানের বদলে বিপুল লাভ করেছেন। এক দিনে ৯,৭৭৫ কোটি টাকার মুনাফা করেছেন আম্বানি। অন্যদিকে, বিশ্বের তৃতীয় ধনী আদানি ঘরে তুলেছেন ১২,৫৫৬ কোটি টাকা। বিশ্বের প্রথম ১০ জন ধনকুবেরের দৈনিক লাভ-লোকসানের খতিয়ান রাখে এই সূচক। ব্লুমবার্গের তালিকা থেকে জানা গিয়েছে, লোকসানের ঘরে রয়েছেন মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, সার্গেই ব্রিন এবং স্টিভ বলমার, ওয়ারেন বাফেট এবং বিল গেটসের মতো শিল্পপতিরাও ক্ষতির মুখে পড়েছেন।