প্রতিবেদন : রাজ্যে বেকারি শিল্পের প্রসারে রাজ্য সরকার ভর্তুকি নীতি চালু করার পরিকল্পনা নিয়েছে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা এ-কথা জানিয়েছেন। ভগবানগোলার তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি এদিন পাউরুটির মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে বেকারি শিল্পকে ভর্তুকি দেওয়ার জন্য আবেদন জানান।
আরও পড়ুন-বিরোধী নেতাকে চার প্রশ্ন তৃণমূলের
তিনি দাবি করেন সারা দেশের মধ্যে এ-রাজ্যে পাউরুটির দাম সবচেয়ে কম। অন্যান্য রাজ্যে বিশেষ করে বিজেপি-শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের চেয়ে দাম অনেক বেশি। কেন্দ্র সরকারের উদাসীনতায় পাউরুটি শিল্পে অনেক ক্ষতি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। জবাবে মন্ত্রী সুব্রত সাহা বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পকে উৎসাহ দিতে রাজ্য সরকার উৎসাহ নীতি চালু করেছে। যার আওতায় বেকারি শিল্পকে উৎসাহ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। রাজ্যের বেকারিগুলিকে চাঙ্গা করতে ৪০ শতাংশ ভর্তুকি দেওয়ার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বলে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী জানিয়েছেন। এই সংক্রান্ত নীতি খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন-কুটির শিল্পের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী
বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, সরকার নিজস্ব ফার্ম তৈরি করে উন্নত মানের আমের চারা বিদেশে রপ্তানি করছে। রাজ্যের উৎপাদিত আমের চারার ৩০ শতাংশ বিদেশে রপ্তানি করছে। মধু সংগ্রহের পরিমাণ বাড়ানো হচ্ছে। রাজ্যে কাজু উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য রাজ্য সরকার সচেষ্ট বলে তিনি জানিয়েছেন।