শান্তনু বেরা, খড়গপুর: মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ২,২২৫ একর জমি নিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই এদিন একথা জানিয়ে বলেছেন, “এই প্রকল্পের জন্য ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। কয়েক লক্ষ ছেলেমেয়ে এখানে চাকরি পাবে।” ডানকুনি থেকে পুরুলিয়ার রঘুনাথপুর পর্যন্ত এই শিল্পাঞ্চলের বিষয়ে রাজ্য সরকারের তৎপরতা এখন তুঙ্গে।
আরও পড়ুন-ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য দফতরের কড়া নজরদারি, কুইক রেসপন্স টিম, হাওড়ায় গ্রাফ নিম্নমুখী
মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রে রেলমন্ত্রী ছিলেন, তখন ডানকুনি থেকে অমৃতসর করিডর শিল্পক্ষেত্র তৈরির ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়েছিলেন। সেই বিষয়টি এদিন জঙ্গলমহলবাসীকে স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, “এরপর ডানকুনি থেকে পানাগড়, পানাগড় থেকে বড়জোড়া, আবার বড়জোড়া থেকে একেবারে পুরুলিয়া বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত এই শিল্পাঞ্চল বিস্তৃত হবে।”