প্রতিবেদন : একদিকে ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করছে বিজেপি। অন্যদিকে তাঁরই নিজের রাজ্য গুজরাতে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীরা। গুজরাতে পুরনো পেনশন প্রকল্প চালুর দাবিতে মোদির জন্মদিনেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য গণছুটি নিলেন হাজার হাজার সরকারি কর্মী।
আরও পড়ুন-শেওপুরে দারিদ্র, অপুষ্টির দগদগে ক্ষত, চিতা দিয়ে নজর ঘোরানোর চেষ্টা?
ফলে শনিবার কার্যত স্তব্ধ হয়ে রইল গুজরাতের বিভিন্ন সরকারি দফতর ও স্কুল। সরকারি কর্মীদের জেলা স্তরের সংগঠনগুলি এদিন এই কর্মসূচি পালন করে। সরকারি কর্মীদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পুরনো পেনশন প্রকল্প কার্যকর করার দাবিকে আমলই দিচ্ছে না রাজ্যের অমানবিক বিজেপি সরকার। পুরনো পেনশনে প্রকল্প চালুর দাবিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষক ও পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীদের একাধিক সংগঠন। শনিবার গুজরাতের ভাবনগর জেলায় ৭ হাজার শিক্ষক, কচ্ছে প্রায় ৮ হাজার সরকারি কর্মচারী কর্মবিরতি পালন করেন।
আরও পড়ুন-শারদ-মূর্ছনায় স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ
এদিন গান্ধীনগরে পুরনো সচিবালয় চত্বরে মিছিল করেছেন বহু সরকারি কর্মী। এক বিক্ষোভকারী শিক্ষক বলেন, নেতারা বলছেন, সব দাবিই পূরণ হয়ে গিয়েছে। এটা অসত্য। পুরনো পেনশন প্রকল্পের দাবি-সহ এখনও অনেক দাবিই মেটানো হয়নি। ২০০৫ সালের পর যাঁরা কাজে যোগ দিয়েছেন তাঁদের কী হবে? সরকারের সিদ্ধান্তে বহু কর্মচারী ক্ষতিগ্রস্ত হবেন। তবে এই বিক্ষোভ-কর্মসূচিকে সমর্থন করেনি গুজরাতের সংযুক্ত কর্মচারী মোর্চা ও রাষ্ট্রীয় সংযুক্ত মোর্চা।