সংবাদদাতা, দার্জিলিং: রাজ্যসরকারের দুয়ারে সরকার প্রকল্প সাড়া ফেলেছে জেলাজুড়ে। এবার পাহাড়ে লক্ষ্মীর ভন্ডার পেল ব্যাপক সাফল্য। গত ১৬ আগস্ট থেকে ৬ সেপ্টম্বর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৮৭ হাজার। দার্জিলিং জেলা পরিকল্পনা বিভাগ সূত্রের খবর, জেলায় ১ লক্ষ ৪০ হাজার আবেদন স্বীকৃত হয়েছে। আগামী মাস থেকেই গৃহিত আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।
দার্জিলিংয়ের প্রত্যন্ত এলাকায় মহিলারা চা কিংবা খাবারের দোকান করে সংসার চালান। অনেক সময় টাকার অভাবে দোকানের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন না তাঁরা। ফলে বিক্রিও কমে যায়। এই অবস্থায় সরকারি সহযোগিতায় প্রতিমাসে হাজার টাকা তাঁদের স্বাভাবিকভাবেই সাহায্য করবে।
আরও পড়ুন : অভিষেককে হেনস্থা করছে, নারদার আসল চোরের নাম নেই : মমতা বন্দ্যোপাধ্যায়
এছাড়াও দার্জিলিং জেলায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন পরেছে ১২৭ টি। যার মধ্যে ৯০ টি আবেদন স্বীকৃত হয়েছে। কার্ড হাতে পেয়েছেন প্রায় ১০ জন ছাত্র-ছাত্রী। তাঁরা কেউ ইঞ্জিনিয়ারিং আবার কেউ এমবিএর ছাত্র। মুখ্যমন্ত্রীর প্রকল্পের সাহায্যে সফল হতে চেলেছে তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন।