সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হাল ফেরাতে এবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দ্বারস্থ হতে চলেছেন একাধিক তৃণমূল কংগ্রেস সাংসদ। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, খুব শিগগিরই তিনি বোলপুরের তৃণমূল সাংসদ অসিতকুমার মাল, বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানকে নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তাতেও কাজ না হলে তাঁরা লোকসভার শীতকালীন অধিবেশনে বিষয়টি উত্থাপন করতে পারেন।
আরও পড়ুন-১৩৮ একর জমিতে ২৫০০ কোটি টাকার বিনিয়োগ, শিল্পোদ্যোগে হলদিয়ায় নবজোয়ার
২০১০ সালে মুশিদাবাদের সুতি-আহিরনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিলান্যাস হয়। ২০১৪-র ফেব্রুয়ারিতে প্রণব মুখোপাধ্যায়ের হাত দিয়ে ক্যাম্পাসের উদ্বোধন হয়। প্রায় ৩০০ একর জমির উপর অবস্থিত এই ক্যাম্পাসে দেশ-বিদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী পড়তে এলেও শুরুর সময় যে কটি কোর্স চালু ছিল এখনও সেই কটিই পড়ানো হয়। অভিযোগ বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর মুর্শিদাবাদ ক্যাম্পাসের জন্য বাজেট বরাদ্দ কমেছে।
খলিলুর রহমান বলেন, ‘বৃহৎ উদ্দেশ্য নিয়ে মুর্শিদাবাদের ক্যাম্পাসটি প্রায় আট বছর আগে চালু হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এই বিশ্ববিদ্যালয়ের পরিচালন ও পরিকাঠামোগত কিছু সমস্যা তৈরি হচ্ছে।’