প্রতিবেদন : ডুরান্ড কাপ ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতর্ক। বিতর্কের কেন্দ্রে রাজ্যপাল লা গণেশন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পাশে নিয়ে খেলা শেষে বেঙ্গালুরু এফসি দলের অধিনায়ক সুনীল ছেত্রীর হাতে ট্রফি তুলে দেন রাজ্যপাল। কিন্তু সোমবার সকাল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-নবান্ন অভিযান নিয়ে রিপোর্ট পেশ
সেখানে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু দলের অধিনায়ক সুনীল ছেত্রীর হাতে ট্রফি তুলে দেওয়ার সময় তাঁকে ঠেলে সরিয়ে দিচ্ছেন রাজ্যপাল। পাশে তখন ক্রীড়ামন্ত্রীও। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি জাগোবাংলা। ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। অনেকেই বলছেন, সুনীল হলেন ভারতীয় ফুটবলের আইকন। তাঁকে অপমান করেছেন রাজ্যপাল! সুনীলের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজ্যপাল সরিয়ে দিলে তিনি সরেও যান। কোনও বিরক্তি প্রকাশ করেননি।