প্রতিবেদন : আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যেই কলকাতার সব রাস্তার খানাখন্দ মেরামত করা হবে। এই নির্দেশ দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেই কাজ কীভাবে হচ্ছে তা সরেজমিনে দেখতে তিনি সোমবার রাতে মহানগরীর একাধিক রাস্তা পরিদর্শন করেন।
আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডার উপকৃত প্রায় ২ কোটি
কাজের অগ্রগতি কতটা হয়েছে, কোথায় কোথায় সমস্যা রয়েছে এবং কীভাবে সেই সব সমস্যা সমাধান হবে তারও তিনি নির্দেশ দেন পুরসভার আধিকারিকদের। মেয়রের সঙ্গে এদিন পরিদর্শনে ছিলেন কলকাতা পুরসভার রাস্তা বিভাগের পদস্থ ইঞ্জিনিয়াররা। গত রবিবার নগরপালের সঙ্গে পুজো কমিটির বৈঠকে রাস্তা মেরামতির উপর জোর দেওয়া হয়েছিল। স্বভাবতই তার ২৪ ঘণ্টার মধ্যেই খোদ মেয়র রাস্তার খানাখন্দ মেরামতির কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন। এছাড়া বিভিন্ন রাস্তায় নতুন করে পথপাতি বসানোর নির্দেশ দিয়েছেন তিনি।