মোহালি, ১৯ সেপ্টেম্বর : দীনেশ কার্তিক না ঋষভ পন্থ? হর্ষল প্যাটেল নাকি অর্শদীপ সিং। টি-২০ বিশ্বকাপের আগে এমন অনেক প্রশ্নের জবাব খুঁজে নিতে রোহিত শর্মার হাতে মোটে ছ’টি ম্যাচ। যার প্রথমটা মঙ্গলবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)। এটা সিরিজের প্রথম ম্যাচ।
পিসিএ মাঠকে লোকে একডাকে চেনে মোহালি মাঠ বলে। মোহালি পাঞ্জাবের একটা জেলা। বড় ব্যবসা কেন্দ্র। চণ্ডীগড় বাসস্ট্যান্ড থেকে মিনিট চল্লিশের রাস্তা। আর এটাই হল পিসিএ মাঠের ঠিকানা। লোকে জানে এটা বিন্দ্রার মাঠ। ছিলেন পাঞ্জাব সরকারের শীর্ষ আমলা। পরে ক্রিকেট কর্তা। জগমোহন ডালমিয়ার বন্ধু। জুটি। ইন্দ্রজিৎ সিং বিন্দ্রার হাতে এই মাঠের পত্তন। সবুজ গালিচার মতো ঘাস। খাটো গ্যালারি (উচ্চতা বাড়ানোর অনুমতি নেই) আর দেশের প্রথম পাঁচতারা মার্কা ক্লাব হাউস। মোহালিতে ক্রিকেট মানে আস্ত একটা ক্রিকেট উৎসব। ব্রেকে পাঞ্জাবি গান, ভাংরা নাচ। বহুবার এই মাঠে খেলার ফাঁকে ভাংরা নেচেছেন হরভজন সিংও।
আজ বিরাট কোহলি যদি আর একটা আফগানিস্তান ম্যাচের ইনিংস এখানে খেলে দিতে পারেন, চোখ-কান বুঁজে বলে দেওয়া যায় মোহালি মুডে ফিরবে। প্যাট কামিন্স এই ফর্মে ফেরা বিরাটকে নিয়ে চিন্তায় আছেন। কিন্তু তাঁর চিন্তা নিয়ে মোহালির কেন মাথাব্যথা থাকবে! অনেকদিন বাদে এখানে ম্যাচ। টিকিট নিয়ে পাগলামি শুরু হয়েছে কয়েকদিন ধরেই। ভারত বিশ্বকাপের দলটাকেই প্রায় নামিয়ে দিচ্ছে। ফিঞ্চ অবশ্য এই সিরিজে স্টার্ক, মার্শ ও স্টয়নিসকে পাচ্ছেন না। তিনি নিজেও বিশ্বকাপের পর টি-২০ ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন বলে জল্পনা রয়েছে।
আরও পড়ুন-সিজিএল ২০২২ : কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক, ইন্সপেক্টর, অফিসার নিয়োগ
পরিসংখ্যান বলছে, এই দু’দল ২৩ বার টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারত (India vs Australia) জিতেছে ১৩ বার, অস্ট্রেলিয়া ৯ বার। একটি ম্যাচের মীমাংসা হয়নি। তবে আর পাঁচটা সিরিজের থেকে এই সিরিজের গুরুত্ব বেশি আসন্ন বিশ্বকাপের জন্য। দলে যার যা মেরামতি দরকার, সেটা এখনই সেরে ফেলতে হবে। রোহিত বলেছেন, তাঁরা নতুন কিছু চেষ্টা করবেন। বিরাট তাঁদের থার্ড ওপেনার, সেটাও বলেছেন। এশিয়া কাপে ওপেন করেই বিরাট তাঁর ৭১তম সেঞ্চুরি করেছেন। বিরাট শুরুতে এলে কে এল রাহুলকে বসতে হবে। যিনি ফেরার পর থেকে ছন্দে নেই। রাহুলকে এবার রান পেতে হবে। এই ছ’টি ম্যাচে তাঁর দিকে নজর থাকবে জাতীয় নির্বাচকদের।
নজর থাকবে হর্ষল, অর্শদীপের দিকেও। বিশ্বকাপে চার সিমার নিয়ে যাচ্ছে ভারত। যা নিয়ে প্রশ্ন উঠছে। অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া তাঁর চার ওভারে পঞ্চম বোলারের অভাব ঢেকে দিতে পারেন কি না তার একটা আন্দাজ পাওয়া যাবে মোহালিতে। অন্য প্রশ্ন বিশ্বকাপে কার্তিক না ঋষভ তা নিয়ে। এই ম্যাচে সেদিকেও নজর থাকবে।
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স বলে দিয়েছেন, তাঁরাও বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ম্যাচ খেলে নিতে চান। যাতে সব প্রশ্নের জবাব হাতে পেয়ে যান। কিন্তু মাথায় আছে একগাদা ম্যাচ খেলে বিশ্বকাপের আগে ক্লান্ত হয়ে পড়তে চান না।